রৌমারীতে টাকার অভাবে চিকিৎসা হতে পারছে না নাজমুল হাসান
লিটন সরকার রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না অসহায় নাজমুল ইসলাম। কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলাযর দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানি গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাজমুল ইসলাম (২২) পিতা মৃত্যু আয়নাল মিয়ার ছেলে অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় একটি ঔষুদের দোকানে চাকরি করতো হঠাৎ করে তার দুটি কিডনি ড্যামেজ হয়ে যায়, নাজমুল ইসলাম বড় অসহায় হয়ে পড়েন বৃদ্ধ মা ছেলের অবস্থা দেখে সে নিজেও অসুস্থ হয়ে যায় নাজমুল ইসলামের মা বলেন আমার ছেলে গুরুতর অসুস্থ হয়েছে চলতে পারেনা তার দুইটি কিডনি ড্যামেজ হয়েছে সপ্তাহে দুদিন জামালপুর যেতে হয় কিডনির পানি ফেলতে পাশাপাশি রক্ত পুশ করতে হয় ডাঃ বলেছেন কিডনি চেঞ্জ করতে হবে কিডনি দেওয়ার মতো মানুষ নাই একমাত্র আমি (মা) কিডনি দেওয়ার প্রস্তুতি নিয়েছি তবে ডাঃ বলেছেন আমার বয়স অনেক হয়েছে কিডনি চলবে না এই নাজমুল ইসলামের পেছনে খরচ হচ্ছে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা এখন আর আমাদের কাছে টাকা নেই তাই চিকিৎসা করাতে পারছিনা অসহায় নাজমুল ইসলামের মোবাইল নং 01980-435193