মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ এসআই(নিঃ) আমির হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৬ জানুয়ারী ২০২৫: সময় ১৫.৩০ ঘটিকার সময় পলাতাক আসামী মোছাঃ আবেনুর বেগম (৪৯), স্বামী-হেমায়েত মোল্লা, পিতা-আঃ হালিম শেখ, সাং-ভবেরবেড় (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর নিজ বসত ঘরের চাউলের ড্রামের মধ্যে হইতে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৬ জানুয়ারী ২০২৫: সময় ১৬.১০ ঘটিকা মোঃ ইয়াসিন হোসেন (২৪), পিতা-মৃত আকমান, সাং-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচ হইতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২৬ জানুয়ারী ২০২৫: সময় ২৩.৪০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া গ্রামস্থ জনৈক মতিউর ড্রাইভারের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর ধৃত আসামী মোঃ শেখ নেওয়াজ শরিফ (১৯), পিতা-আব্দুল মজিদ, মাতা-পান্না বেগম, সাং-বড় আচঁড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর ডান হাতে থাকা বাজার করা ব্যাগের মধ্যে হইতে ৩০ বোতল ফেন্সিডিল সহ ধৃত করে থানায় হাজির হয় হয়ে পৃথক পৃথক এজাহার দায়ের করেন। উক্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় তিনটি মাদক মামলা রুজু করা হয়।
ধৃত আসামীকে ইং ২৭/০১/২০২৫ তারিখ খ্রিঃ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।