কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের ২ রাজাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৪ আগস্ট জেলা শহরে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদর থানা ও উলিপুর থানার যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজা ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, সরকার পতনের ১ দফা দাবীতে গোটা দেশের ন্যায় ছাত্র জনতার মিছিলে আওয়ামী লীগের হামলার ঘটনায় ১৩ সেপ্টেম্বর কুড়িগ্রাম সদর থানায় দায়ের করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে তাদের সম্পৃক্ততা জানতে পায়। গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিম রাজাকে তার তবকপুরের বাড়ি ও আজাহার আলী রাজাকে হায়াৎখার বাড়ি হতে গ্রেফতার করে পুলিশের যৌথ টিম। উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারের রাতেই তাদেরকে কুড়িগ্রাম সদর থানায় পাঠানো হয়ে। তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল্লাহ জানান, গতকাল আদালতের মাধ্যমে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।