হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক বলেন- মানুষ যতবার ভোট দিতে পেরেছে, ততবার বিএনপি ক্ষমতায় গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় গেছে ভোটের মাধ্যমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় গেছে ৩ বার। নতুন অন্তবর্তী কালীন সরকারকে আমরা সহযোগিতা করব তারা একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে ভোট দিবেন, সেই নির্বাচনে আবারও বিপুল ভোটে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের সরকার গঠন হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দিনের ভোট রাতে নেয়ার সরকারকে পালাতে হয়েছে দেশ ছেড়ে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাত ঘটিকায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্য পারস্পরিক সম্প্রীতি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধামশ্রেনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি'র সাবেক ইউনিয়ন সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক জিএস ফিরোজ কবির কাজল, কৃষক দলের ধামশ্রেণী ইউনিয়ন সভাপতি হামিদুর রহমান টিপু,ইউ পি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।