কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা।
উলিপুর উপজেলা জাতীয়তাবাদী দলের নিজস্ব কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে যুব দলের সদস্য আব্দুল্লাহ আল নাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান সরকার বাচ্চু, উপজেলা বিএনপির সহ সভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামিম, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান বিপুল, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমূখ।
অন্যদিকে, বিকেল চারটার দিকে উলিপুর পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয়তাবাদী দলের অফিসে পৃথকভাবে অন্য একটি গ্রূপ অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করে ।
সেখানে যুবদলের যুগ্ন আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক নাজমুল হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু , কৃষকদলের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তোরাব, রংপুর পলিটেকনিকেল ইনস্টিটিউট এর সাবেক জি এস ফিরোজ কবির কাজল, প্রভাষক ওবায়দুর রহমান, মঈন প্রমুখ ।
বক্তারা বলেন, যুবদল একটি সুশৃঙ্খল দল। আমাদের আচরণে জনগণের মন জয় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। #