প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ১০:২০ এ.এম
রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট রাকিব হাসান আটক

রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট রাকিব হাসান আটক
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট রাকিব হাসান আটক।ব্যস্ত এলাকায় এক ব্যক্তি সিএনজি অটোরিকশায় ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ চেক করতেই তার কাছে পাওয়া গেল ১০৩ বোতল ফেন্সিডিল। এ সময় তাকে আটক করা হয়।মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২ টায় এ ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। পুলিশ জানায়, কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক মাদক সম্রাটের নাম রাকিব হাসান (২৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নরন্দী বড় বাড়ি এলাকার শহীদুল্লাহর ছেলে।রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব হাসানকে আটক করা হয়।ওসি জানান, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিভিন্ন থানায় এই মাদক কারবারির নামে একাধিক মামলা রয়েছে।
Copyright © 2025 A2Z Barta News. All rights reserved.