গত চার বছরে নগর ভবনে উন্নয়নকাজের লেনদেন ছিল অনেকটাই প্রকাশ্য গোপনীয়তা। এ সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ঘনিষ্ঠ ব্যক্তিরা উন্নয়ন প্রকল্প ও কেনাকাটার বেশিরভাগ কাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। প্রতিযোগিতামূলক প্রক্রিয়া এড়িয়ে, কৌশলে তারা প্রায় ৫৪০ কোটি টাকার কাজ দখল করেছেন।
এইভাবে সুবিধাভোগী লোকজন ও অনেক ক্ষেত্রে যোগ্যতাহীনদের দিয়ে কাজ করানো হয়েছে, যার ফলে অনেক প্রকল্প সময়মতো শেষ হয়নি। এতে জনগণকে মাসের পর মাস ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। তাছাড়া, কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য ঠিকাদারদের ওপর কোনোরকম চাপ প্রয়োগ করা সম্ভব হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের অন্তত সাতজন কর্মকর্তা এই ধরনের কাজ বণ্টন ও বাস্তবায়নের প্রক্রিয়াটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে, চাকরি হারানোর আশঙ্কায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
Leave a Reply