সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
রৌমারীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
-
প্রকাশকাল
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
-
৯৭
বার পড়া হয়েছে
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে ভারতীয় ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানার পুলিশ। বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল নেতৃত্বে রৌমারী থানা পুলিশের একটি দল রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল মান্নান সুখেরবাতি গ্রামের হারেজ আলীর ছেলে।রৌমারী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার টাকা সহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং মাদক প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
m
শেয়ার করুন
এধরণের অন্যান্য নিউজ
Leave a Reply