মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টরঃ আজ ১৫ অক্টোবর ২০২৪ তারিখ শার্শা উপজেলা প্রশাসন, বেনাপোল পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা তত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা তত্ত্বরে এসে শেষ হয়। এবারের হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল বিষয় ছিল Why are clean hands still important? (কেনো এখনো হাত ধোয়া গুরুত্বপূর্ণ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা নির্বাহী অফিসার, শার্শা, যশোর।
র্যালি শেষে উপজেলা তত্ত্বরে হাত ধোয়া প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিজে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র শার্শা উপজেলা শাখার আহবায়ক আলহাজ্জ খায়রুজ্জামান মধু উপস্থিত থেকে হাত ধোয়ার গুরুত্বের উপর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইন প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকে যে হাত ধোয়ার কৌশলগুলো চমৎকার ভাবে শিখানো হলো এগুলো পারিবারিক পর্যায়ে অনুশীলন করলে আমাদের অনেক রোগ ব্যাধীই হ্রাস পাবে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য তিনি ঢাকা আহছানিয়া মিশনকে ধন্যবাদ জানান।
Leave a Reply