মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টরঃ আজ ২১ অক্টোবর ২০২৪ তারিখ বেনাপোল পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা কর্মশালা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলার নির্বাহী অফিসার ডা: কাজী নাজিব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, বেনাপোল পৌরসভা এবং সহকারী কমিশনার-ভূমি, শার্শা, যশোর।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মো: মোশারফ হোসেন, শার্শা উপজেলা থেকে বেনাপোল পৌরসভায় নির্ধারীত ৬ জন দায়িত্বশীল কর্মকর্তা এবং পৌরসভার বিভিন্ন বিভাগের দায়িত্বশীলগণ।
কর্মশালায় “ওয়াটার: সাসটেইনেবল আরবান প্রভিশন, বেনাপোল প্রজেক্ট” এর অধীনে ২০২৪ সালে বাস্তবায়িত কার্যক্রমসহ ২০২১ সাল থেকে বাস্তবায়িত সকল কার্যক্রম পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার মো: ইকবাল হোসাইন।
এরপর তিনি প্রকল্পের মাধ্যমে অর্জিত বিভিন্ন শিখন ও চ্যালেঞ্জসমূহ ব্যাখ্যা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেনাপোল পৌর এলাকায় বিদ্যমান মারাত্মক আয়রন ও আর্সেনিকের প্রেক্ষিতে ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত এআইআরপি খুবই কার্যকর একটি পানি প্রযুক্তি।
পৌরসভার বাইরে ইউনিয়ন পরিষদ পর্যায়ে এইআরপি স্থাপন করা যায় কি না তা ভেবে দেখার জন্য মিশন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন। সেক্ষেত্রে প্রযুক্তিটি আরো মডিফাই করা হলে প্রয়োজনীয় বিদ্যুৎ বিল ইউপি কর্তৃক বহন করার একটা ব্যবস্থা করা সম্ভব হবে তিনি কর্মশালায় অবহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইয়াসমিন মিশনের এ প্রকল্পটির প্রশংসা করে প্রকল্পের পরবর্তী ফেইজে এআইআরপি সংখ্যা আরো বৃদ্ধি করার সুপারিশ করেন।
Leave a Reply