হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী হাসিনা ও তার দোসররা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় জেলে রেখে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আর আমাদের নেত্রী আল্লাহর রহমতে সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি আরো বলেন, খুনি হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু এখন তার দল আওয়ামী লীগ বাংলাদেশের কোন নির্বাচনে অংশ নিতে পারবে না। কুড়িগ্রামের উলিপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
উলিপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় হাজী মার্কেটের ২য় তলায় নুরেচ্ছাবা স্টার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা কৃষকদলের ১ নং যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মঈনুল ইসলাম মঈন ও নাজমুল হুদা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো
মেরামতে ৩১ দফা বাস্তবায়নের জন্য
সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply