হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়ন করন ও মানবিক রাষ্ট্রগঠনের লক্ষ্যে উলিপুরে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৬ নভেম্বর) উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিকেল ৫ ঘটিকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ ও পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আমিনুল ইসলাম ফুলু, আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কৃষক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জি এস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক মতলেবুর রহমান, ধামশ্রেণী ইউনিয়ন কৃষকদলের সভাপতি হামিদুর রহমান টিপু, প্রভাষক ওবায়দুল হক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক, শ্রমিক, তঁাতি, মৎস্যজীবী সহ সকল শ্রেণী-পেশার মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে। তাই এটি বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply