হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
‘শেকরের টানে ঐতিহ্যের সন্ধানে’ এই শ্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ফ্রেন্ডস ফেয়ার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ফ্রেন্ডস ফেয়ার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি চত্বরে এসে শেষ হয়।
দিবসটির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরাসহ সংগঠনের একাল-সেকাল নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক জুলফিকার আলী সেনার মভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান দীপ্ত টেলিভিশন এর লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ,উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সায়ফুল হোসেন সরদার খোকন, জনতা ব্যাংকের অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন, বজরা এল.কে আমিন কলেজের সিনিয়র প্রভাষক জিয়াউর রহমান জিয়া, দুই বাংলার ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী পরিষদের সদস্য নারায়ণী রায়, ডাঃ লোকমান হাকিম, ডাঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
এছাড়াও সংগঠনের সাথে জড়িত নবীন প্রবীণ সদস্যরাও উপস্থিত থেকে সংগঠন আরো গতিশীল রাখতে নানা বিষয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply