রৌমারীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সংবিধান ও রাষ্ট্র ব্যব স্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষনা করেছেন বিএনপি। এ রূপরেখা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে এবং জনগনের মাঝে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের বানী পৌছে দিতে( ৯ ফেব্রুয়ারী) রবিবার সকাল থেকে সারাদিন ব্যাপী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর বাজার, টাপুরচর বাজার, পূর্ব পাখিউড়া ব বাজার ও বাইটকামারি বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণে ছিলেন, ৮০ দশকের সাবেক ছাত্র নেতা ও সাবেক উপজেলা বিএনপি’র সহসভাপতি আবুল হাশেম মাষ্টার, এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নুর আলম খাঁন হিরো সাবেক যুগ্ন আহ্বায়ক উপজেলা ছাত্রদল, ওসমান আলী সাবেক সাধারণ সম্পাদক বন্দবেড় ইউনিয়ন বিএনপি, শাহ জামান সাবেক সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল বন্দবেড় ইউনিয়ন, মনিবুর রহমান মামুন সাবেক ছাত্রনেতা, আলতাফ হোসেন সাবেক সাধারণ সম্পাদক বন্দবেড় ইউনিয়ন যুবদল, আব্দুল বাছেদ সাধারণ সম্পাদক তাঁতীদল উপজেলা শাখা, জিয়াউর রহমান জিয়া সদস্য সচিব সরকারি ডিগ্রী কলেজ শাখা, এরশাদুল হক ভুইয়া সভাপতি ছাত্রদল বন্দবেড় ইউনিয়ন, রমিজ উদ্দিন ওয়ার্ড সভাপতি ৩ নং ওয়ার্ড বন্দবেড়, জাইদুল ইসলাম জীবন ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বন্দবেড়, নুরু মেম্বার ১নং ওয়ার্ড সভাপতি বন্দবেড়, জহুরুল মেম্বার প্রমুখ।
Leave a Reply