হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
দীর্ঘ ৬ বছর পর আবারো চালু হলো পার্বতীপুর-কুড়িগ্রাম-রমনা রুটে লোকাল ট্রেনটি। সোমবার (২১সেপ্টেম্বর) রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি উলিপুর স্টেশনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন এর আয়োজন করেন। পার্বতীপুর স্টেশন থেকে ছেড়ের আসা লোকাল ট্রেনটি সকাল ১১টা ৩০ মিনিটে উলিপুর স্টেশনে পৌঁছলে রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সদস্যরা ট্রেনে আসা গণ কমিটির সাবেক সভাপতি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের স্টান্ডিং কমিটির সদস্য নাহিদ হাসান নলেজ সহ রেল কর্মকর্তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান। পরে রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির উপজেলা সভাপতি আপন আলমগীরের সভাপতিত্বে উলিপুর স্টেশন প্লাটফর্মে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রেলওয়ের বিভাগীয় জেনারেল ম্যানেজার আব্দুস সালাম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক তৈয়বুর রহমান, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শাহীন, সাবেক সাধারন সম্পাাদক সহিদুল আলম বাবুল, উপজেলা গণ কমিটির সাধারণ সম্পাদক নুর আমীন, পৌর গন কমিটির সভাপতি আবুল হাসানাত রাজিব পৌর গণ কমিটির মতলেবুর রহমান মঞ্জু প্রমুখ।
এ সময় গণ কমিটির সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ রেলের সময় সূচী পরিবর্তন করে জনগণের সুবিধা মত সময়সূচি নির্ধারণের দাবি জানান। রেলওয়ে বিভাগীয় জেনারেল ম্যানেজার আব্দুস সালাম ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হবে।
Originally posted 2024-10-21 13:04:59.
Leave a Reply