প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৫ ফেব্রুয়ারি যায়যায়কাল পত্রিকাসহ অনলাইন পত্রিকায় বিকাশের ভুয়া মেসেজ দেখিয়ে প্রতারনার আরিফ হোসেনের বিরুদ্ধে প্রতারনা শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই আমি উক্ত সংবাদের তীব্রবাদ করছি। কেবা কাহারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদকর্মীকে ভুল তথ্য দিয়ে সমাজে আমাকে হেও প্রতিপন্ন করার জন্যই উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে। রৌমারী উপজেলার খনজনমারা গ্ৰামের খলিলুর রহমানের দোকান থেকে ১০ টাকা আমি ধার নিয়েছিলাম টাকা দিয়ে দিছি। এছাড়াও আমার ব্যক্তিগত বিষয়ও উক্ত সংবাদে প্রকাশ করা হয়েছে। যাহা কোনক্রমেই কাম্য নয়। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ করছি।
বিনিত
মোঃ আরিফ হোসেন,
রৌমারী কুড়িগ্রাম।
Leave a Reply