রৌমারীতে জমি জমা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াই কান্দি গ্রামে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে এসে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সংঘর্ষ হয়ে একই পরিবারে মোসলিনা (৪৫) স্বামী আব্দুর রফ,মুকুল হোসেন( ২৫) ২জন আহত হয়েছেন । আহত মা ও ছেলে রৌমারী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার (২৩শে মার্চ) বিকেল সারে পাঁচটার দিকে ঘটনাটি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি মোল্লা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মোছাঃ মোছলেমা খাতুন( ৪০) ও তার ছেলে মোঃ মুকুল মোল্লা( ২১)।হামলার ভুক্তভোগী মোছলেমা বলেন, ২৩শে মার্চ সকাল ৬টার দিকে আমার স্বামী মামলার হাজিরার জন্য কুড়িগ্রাম চলে যায় এ সুযোগে বিবাদীরা আমার বাড়ির গেটের সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমন সময় আমি বাড়ির ভেতর থেকে গালিগালাজ করতে মানা করলে বিবাদীরা আমার বাড়ির গেইট ভেঙে ভিতর এসে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং গলার চেইন, কানের দুল, হাতের বালা, আনুমানিক মূল্য দের লক্ষ টাকার গহণা ছিনিয়ে নিয়ে যায়। পড়ে এলাকাবাসী উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক পাঁচটি সেলাই দেয়। মা ও ছেলে দুজনেই চিকিৎসা দিন রয়েছেন।এদিকে মোছলেমার স্বামী কুড়িগ্রাম থেকে বাড়িতে এসে ঘটনা জানতে পেড়ে মোঃ আব্দুর রউফ মিয়া, রৌমারী থানায় উপস্থিত হয়ে হামলাকারী মোঃ রনজু মিয়া (৪৮),মোঃ মজনু মিয়া( ৪২),মোঃ রফিজ উদ্দিন( ৫৬) সর্ব পিতা মৃত তাহের আলী মোল্লা গং দের নামে একটি অভিযোগ দায়ের করেন। এবং সঠিক তদন্তের মধ্যে দিয়ে নেয় বিচার দাবি জানান।
ভুক্তভোগি পরিবার বলে হামলা কারীরা আমাদের প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
Leave a Reply