1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উলিপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সম্মেলন অনুষ্ঠিত  নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওমর ফারুক ইসা    দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুর রাজ্জাক      দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিকান্দার আলী  দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মনিবুর রহমান মামুন    দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল আজিজ    দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আবুল হাশেম মাস্টার        দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুর রাজ্জাক     

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন

  • প্রকাশকাল শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর ও রৌমারী উপজেলা নদী ভাঙ্গন রোধের দাবীতে নদীর তীরে
বিভিন্ন প্লেকাড নিয়ে দাড়িয়ে আছে কোমলমতি শিক্ষার্থীরা। সাথে ব্যানার নিয়ে অভিবাবক ও এলাকাবাসি।
সবাই নদীর তীরে দাড়িয়ে স্লোগান দিচ্ছে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে উলিপুরের সাহেবের আলগা ইউনিয়ন, রৌমারীর চর শৌলমারি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার ও নদী তীরবর্তী মানুষের উদ্যোগে সুখের বাতি চরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে ছাত্র-ছাত্রী ও স্থানীয়
শত শত মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গেল কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘরসহ কৃষিজমি বিলীন হয়েছে। গত দুই মাসে ৫ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমান নদী পাড়ে ভাঙন আতংকে আমরা বসবাস করছি। দ্রুততম সময়ের মধ্যে ভাঙনকবলিত এলাকা রক্ষা করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে আরও অনেক মূল্যবান সম্পদ ।তারা এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। সাহেবের আলগা ইউপি সদস্য নুরনবী প্রামানিক বলেন, সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীর তীরে চলে আসছে। যে কোন মহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে । তাই শিক্ষা প্রতিষ্ঠানসহ নদীপাড়ের মানুষের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙন রোধে দ্রুত স্থায়ী বঁাধ নির্মাণের দাবি জানান তিনি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষার্থে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। ভাঙন রোধে স্থায়ী একটি প্রকল্পের প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত দুই মাসে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের চর, খেওয়ার চর ও রৌমারী উপজেলার ঘুঘুমারি, খাওরিয়া, নয়াপাড়া ও সোনাপুর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে প্রায় ৫ শতাধিক বসতবাড়ি ও ১০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন আতংকে রয়েছে সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

Originally posted 2024-11-28 12:32:53.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ