ফেসবুকে এডিট করা ছবি শেয়ারের প্রতিবাদ
গত ২২ এপ্রিল রৌমারীর খবরের অন্তরালে ফেসবুক ফেক আইডি দিয়ে আমাকে জড়িয়ে একটি মিথ্যা এডিট করা ছবি শেয়ার করা হয়। যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত এডিট করা ছবিটি অনেক দিন পূর্বে একটি ফেক আইডি দিয়ে পোস্ট করা হয় আমাকে হেও প্রতিপন্ন করার জন্যই মিথ্যা এডিট করা ছবিটি চক্রান্ত মূল বানোয়াট ও ভিত্তিহীন। তাই আমি উক্ত পোস্টিকে তীব্রবাদ করছি। আমি বন্দবেড় ইউনিয়ন যুবলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রৌমারী উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আমাকে রাজনৈতিক হেও প্রতিপন্ন করার জন্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফেসবুক ফেক আইডি দিয়ে সমাজে আমাকে হেও প্রতিপন্ন করার জন্যই উক্ত এডিট করা ছবিটি শেয়ার করা হয়েছে। আমি উক্ত মিথ্যা এডিট করা ছবিটি
তীব্র প্রতিবাদ করছি।
বিনিত
মোঃ আব্দুল বাসেদ রৌমারী- কুড়িগ্রাম।
Leave a Reply