হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে সংলাপ অনুষ্ঠিত। শনিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলা অডিটোরিয়াম হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে উপজেলার ১শ ২৫টি স্কুল-কলেজ-মাদ্রাসার প্রতিনিধিরা সংলাপে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষক নেতা সোলায়মান আলী সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহসানুল করিম প্রিন্সের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক বিচারক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি আজিজুর রহমান দুলু, উপজেলা শাখার নেতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান বুলবুল, নাগেশ^রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম রসুল রাজা, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, ধরনীবাড়ী লতিফ রাজিয়া মাদ্রাসার অধ্যক্ষ এটিএম বরকত উল্যা, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবির রানু, পাঁচপীর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শামীম আখতার আমীন, গুনাইগাছ কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু হেনা মোস্তফা প্রমুখ।
বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নামের আগে বে-শব্দটি চিরতরে বিদায় দেয়ার জোর দাবী জানান। তারা বলেন, যে সমাজ ও দেশে শিক্ষকরা অবহেলিত সে দেশ কোনো দিনও উন্নতির শিখরে পৌছেতে পারে না। বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার কথা উল্লেখ করে তারা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে সংসার চালানো দায়। সেখানে তাদের ছেলে মেয়েরা কি করে উচ্চ শিক্ষা লাভ করবে। বিভিন্ন সমস্যা তুলে ধরে তারা বলেন এ দেশে সবচেয়ে অবহেলিত হচ্ছে শিক্ষক সমাজ। তাই অনতিবিলম্বে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করন করতে হবে, নইলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুঁলিয়ে আন্দোলনে নামার দাবী তোলা হয় এ সভায়।
Leave a Reply