হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন বি,এন পির যুগ্ন সাধারন সম্পাদক ফজলুল হক সবু ইন্তেকাল করেছেন। গত ১৪ নভেম্বর ভোর ৫:৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে, দ্রুততম সময়ের মধ্যে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব বহু শুভাকাঙ্ক্ষী ও গুনোগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ৮.৪০ মিনিটে উপজেলার ধামশ্রেণী গ্রামের তার পারিবারিক কবরস্থানে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, উলিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, কুরিগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলী, ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমানসহ কুড়িগ্রাম জেলার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
Originally posted 2024-11-15 15:14:32.
Leave a Reply