filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 133.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

রৌমারীতে শৌলমারী রোড়ে চাতাল সংলগ্ন ব্রিজ উন্মুক্ত করনেণ দাবিতে মানববন্ধন
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল১১ টার দিকে রৌমারী উপজেলা গেটের সামনে ডিসি রাস্তায় ২ নং শৌলমারী ইউনিয়নের এলাকাবাসী শৌলমারী রোডে চাতাল সংলগ্ন ব্রিজ উন্মুক্ত করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন শৌলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, শৌলমারী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, শৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিনু, সঞ্চালনায় ছিলেন : ২ নং শৌলমারী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব নাজমুলহুদা, বক্তব্যে তারা বলেন দীর্ঘদিন থেকে ঠিকাদারির অবহেলায় ব্রিজটি ঝুলে রয়েছে বক্তারা বলেন ব্রিজটি উম্মক্ত করণের দাবি জানান এলাকাবাসী।
Leave a Reply